fbpx

ইনস্টাগ্রামে চালু হলো বাল্ক ডিলিট ফিচার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এক ক্লিকেই নিজের পুরনো পোস্ট, কমেন্ট অন্যান্য কার্যক্রম মুছে ফেলতে বাল্ক ডিলিট অপশন চালু করেছে ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে আপনি সব কমেন্ট এবং পোস্টসহ অতীতের বিভিন্ন কার্যক্রম একবারেই মুছে ফেলতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, এই ফিচারট নিজ প্রোফাইলে “ইয়োর অ্যাক্টিভিটি” নামের ফিচারে পাওয়া যাবে। মূলত অতীতে জমে থাকা বিভিন্ন কর্মকাণ্ডকে সহজেই সরিয়ে ফেলার উদ্দেশেই এই অপশনটি চালু করেছে এই টেক জায়ান্ট। এর আগেও পোস্ট বা কমেন্ট মুছে ফেলার এই অপশন ছিল। কিন্ত সেটি একটি একটি করে করতে হতো। এখন নতুন এই ফিচারে অতীতের টাইমলাইন এবং স্টোরি পোস্ট সহজেই প্রিভিউ করে মুছে ফেলা সম্ভব। এছাড়া লাইক এবং অন্যদের ফিডে কমেন্টও রিভিউ করে ডিলিট করা যাবে।

একইসঙ্গে আরও একটি শর্টকাট যোগ করেছে ইনস্টা। যার মাধ্যমে অ্যাপের ভেতর সার্চ ইতিহাস, অ্যাকাউন্টের অন্যান্য অ্যাক্টিভিটিসহ কোনও লিংকে কী পরিমাণ সময় ব্যয় করা হচ্ছে,সেটিও দেখতে পাবেন ব্যবহারকারীরা।

Advertisement
Share.

Leave A Reply