fbpx

ইন্দোনেশিয়ায় করোনার কিট পুনর্ব্যবহারের অভিযোগ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ায় করোনা পরীক্ষা নিয়ে ভয়াবহ দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যবহার করা সোয়াব কিট ধুয়ে আবারও তা দিয়ে নমুনা নেয়ার হয়েছে। এই অভিযোগের জেরে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি কিমিয়া ফার্মার বেশ কয়েকজন কর্মকর্তাকে আটক করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির মেদান বিমানবন্দরে অন্তত নয় হাজার যাত্রীর নমুনা নেয়া হয়েছে ব্যবহৃত এই স্টিক দিয়ে। বিষয়টি জানার পর কিমিয়া ফার্মার বিরুদ্ধে মামালা করেছেন অনেক যাত্রীরা।

পুলিশ জানিয়েছে, গেল বছর ডিসেম্বরে উত্তর সুমাত্রার কুয়ালানামু বিমানবন্দরে এই ঘটনা ঘটেছে। যাত্রীদের বিমানে ওঠার আগে করোনা নেগেটিভ রেজাল্ট নিয়ে উঠতে হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের মাধ্যমেই যাত্রীদের করোনা পরীক্ষার করার সুয়োগ দেয়। বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পরীক্ষার জন্য কিমিয়া ফার্মার এন্টিজেন রেপিড টেন্ট কিড ব্যবহার করেছিল।

অভিযোগ ওঠে, যাত্রীদের অনেকেরই এতে ফলস নেগেটিভ রেজাল্টা আসে। স্থানীয় গণমাধ্যম এই তথ্য দিয়েছে।

Advertisement
Share.

Leave A Reply