fbpx

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ৭৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩জনে।

১৭ জানুয়ারি রবিবার দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থার (বিএনপিবি) মৃতের সংখ্যা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্সকে।

১৫ জানুয়ারি শুক্রবার ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ৮২০ জনেরও বেশি আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে নিবিড় তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

ভূমিকম্পের পর প্রায় ১৫ হাজার লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন বিএনপিবি। কিছু অংশ আশেপাশের পর্বতগুলোতে আশ্রয় নিয়েছে, আর কিছু অংশ উদ্বাস্তু কেন্দ্রগুলোতে গিয়ে ভূমিকম্প থেকে বাঁচার চেষ্টা করেছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা জানিয়েছে, সামনের সপ্তাহগুলিতে ৭ মাত্রার কাছাকাছি আরেকটি ভূমিকম্প হতে পারে, এতে সুনামি হবারও সম্ভাবনা রয়েছে, স্থানীয় বাসিন্দাদের সাগর থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

স্থানীয় সময় শুক্রবার(১৫ জানুয়ারি) ভোরের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সুলাওয়েসি দ্বীপের ম্যাজেনে শহরের ছয় কিলোমিটার উত্তরপূর্বে ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পে অন্তত ৬০টি বাড়ি ভেঙে পড়ে।

এর আগে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও সুনামিতে নিহত হয়েছিল দুই হাজারেরও বেশি মানুষ।

Advertisement
Share.

Leave A Reply