fbpx

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর পথটা কঠিন হয়ে গেলো বিরোদী জোটগুলোর জন্য।

৩ এপ্রিল সকালে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দিয়েছেন দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসেম সুরি।

সংবাদ মাধ্যম ডন বলছে, অনাস্থা প্রস্তাবটি সংবিধানের অনুচ্ছেদ ৫-এর সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন ডেপুটি স্পিকার।

এর পরপরই জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দেন। অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ায় জাতিকে অভিনন্দন জানিয়েছে সাবেক এই ক্রিকেট তারকা।

পাকিস্তানের পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণার পর বিশৃঙ্খলা শুরু হয়।

এর আগে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। মোটরসাইকেলে একাধিক ব্যক্তির আরোহন নিষিদ্ধ করা হয়েছে। কনটেইনার ও কাঁটাতার দিয়ে রেড জোন সিল করে দেওয়া হয়েছে। রেড জোনের ভেতরে এবং আশপাশের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

খবরে আরও বলা হয়, ইসলামাবাদ জেলা ম্যাজিস্ট্রেট এক নোটিশে রেড জোন এলাকায় পাঁচজনের বেশি মানুষের সব ধরনের জমায়েত, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছেন।

Advertisement
Share.

Leave A Reply