fbpx

ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি আজ হচ্ছে না

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাকিস্তানের বহুল প্রত্যাশিত ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশনে শুক্রবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে পার্লামেন্টের এক সদস্য মারা যাওয়ার কারণে শোক প্রস্তাব ও তার শান্তি কামনায় ২৮ মার্চ পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়েছে।

এরপরই সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্থাবে ভোটাভুটি হবে বলে জানিয়েছেন স্পিকার আসাদ কায়সার। এর আগেও পার্লামেন্ট সদস্যদের মৃত্যুর কারণে ২৪ বার অধিবেশন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন।

চলতি মাসেই বিরোধী দলের জোটের পক্ষ থেকে ইমারন খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। তাদের দাবি, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ইমরান খান। তার দল পিটিআই-এর অনেক সদস্যও এখন তার পাশে নেই। এমনকি তার সরকারের জোট শরীকেরাও বিরোধী দলের প্রতিই ঝুঁকছে।

৩৪২ সদস্যের ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটে জিততে ইমরান খানকে অন্তত ১৭২ ভোট পেতে হবে। তার নিজের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ -পিটিআই-এর সদস্য আছেন ১৫৫ জন। অর্থাৎ ইমারান খানকে জয়ী হতে নিজের দলের সদস্যদের ছাড়াও অন্যদলের অন্তত ১৭টি ভোট বাগাতে হবে।

Advertisement
Share.

Leave A Reply