fbpx

ইসি কর্মকর্তাদের সাথে বৈঠকে নতুন কমিশন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দায়িত্ব গ্রহণের প্রথমদিনেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের কর্মকর্তাদের সাথে নতুন কমিশনাররা বৈঠকে বসেন।

২৮ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১ টায় নির্বাচন ভবনের কনফারেন্সে রুমে বৈঠকে বসেন তারা।

নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

ইসির কর্মকর্তারা কমিশনের কার্যক্রম বিষয়ে নতুন কমিশনকে অবহিত করেন। এসময় সিইসি সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বৈঠকে বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আলমগীর ও আনিছুর রহমান।

এর আগে সকালে নির্বাচন ভবনে আসেন নতুন সিইসিসহ কমিশনাররা। পরে ইসি কর্মকর্তারা তাদের ফুলের শুভেচ্ছা জানান।

Advertisement
Share.

Leave A Reply