fbpx

ইস্তাম্বুলে বিস্ফোরণ: নিহত ৬, আহত ৫৩

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

তুরস্কের প্রধান শহর ইস্তাম্বুলের কেন্দ্রস্থলে একটি ব্যস্ত সড়কে এক বিস্ফোরণে অন্তত ছয় জন নিহত এবং ৫৩ জন মানুষ আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দিয়েছে এ খবর।

শহরের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেছেন, স্থানীয় সময় বিকেল ৪:২০-এ ইস্তিকলাল স্ট্রিটে এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার বিশদ বিবরণ না দিয়ে তিনি টুইটারে এক পোস্টে মানুষের “হত্যা এবং আহত” হওয়ার কথা উল্লেখ করেছেন।

কিভাবে এই বিস্ফোরনের ঘটনা ঘটলো, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়ে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, এ ঘটনার সাথে জড়িতদের শাস্তি দেয়া হবে।

ইস্তাম্বুলের তাকসিম এলাকায় জরুরি সেবা কর্মীদের ভিড় করতে দেখা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি সংবাদদাতা অরলা গেরিন জানান, রাস্তাটিকে ঘিরে রাখা হয়েছে এবং এর চারপাশে পুলিশের উপস্থিতি ব্যাপক।

হেলিকপ্টারগুলো মাথার ওপর দিয়ে চক্কর দিচ্ছে এবং একের পর এক অ্যাম্বুলেন্স আসছে ও যাচ্ছে।

Advertisement
Share.

Leave A Reply