fbpx

ইয়াবার চেয়েও ভয়ংকর মাদক ‘আইস’ সম্পর্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে ইয়াবার চেয়ে ভয়ংকর মাদক ‘আইস’ বা ‘ক্রিস্টাল মেথ’ এ আসক্ত হয়ে পড়ছেন অনেকে। যা ইয়াবা’র চেয়ে আরও বেশি ক্ষতিকর বলে সংশ্লিষ্টদের ভাষ্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ সক্রিয় হয়ে উঠেছে এর বিরুদ্ধে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক খুরশীদ আলম এ মাদক সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ, আর আইসের পুরোটাই এমফিটামিন। ফলে এটি ইয়াবার চেয়ে অনেকগুণ বেশি ক্ষতিকর এবং অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে মানবদেহে।’

অধিদপ্তরের প্রধান রাসায়নিক পরীক্ষক দুলাল কৃষ্ণ সাহা এ মাদক সম্পর্কে সংবাদমাধ্যমকে বলেন, ‘মানবদেহে অতি অল্প সময়ে তীব্র উত্তেজনা সৃষ্টি করতে পারে এই মাদক। এই মাদক সেবনে মস্তিষ্কের রক্তনালী ক্ষতিগ্রস্ত হয় এবং এ থেকে রক্তক্ষরণ হতে পারে। এই মাদক সেবনের ফলে স্মৃতি শক্তি লোপ পায়।’ আইস বা ক্রিস্টাল মেথে শতভাগ এমফিটামিন থাকায় এটা বিশ্বজুড়েই ভয়ঙ্কর মাদক হিসেবে চিহ্নিত বলে জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply