fbpx

ই-কমার্সে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের দায় নেবে না সরকার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত সকল ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। কিন্তু লোভে পড়ে ক্ষতিগ্রস্থ হওয়া গ্রাহকদের দায় সরকারের নয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

৮ অক্টোবর (শুক্রবার) বিকেলে রংপুরে একটি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে অন্তত ২০ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর সাথে অনেকেই জড়িত। গ্রাহকেরা লোভে পড়ে কম মূল্যে পন্য কিনতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা যখন কম দামে পন্য গিয়েছিল, তখন তো সরকারকে জানায়নি’। গ্রাহকদের এই  ক্ষতির দায় সরকার নেবে কেন? প্রশ্ন ছুড়ে দিয়ে মন্ত্রী আরও বলেন, তবে যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি রয়েছে, তাদের ছাড় নয়, তাদের বিরুদ্ধে কাজ করছে সরকার।’

সরকার চায় ই-কমার্স ব্যবসা ভালো করুক। তবে এখন পর্যন্ত ১০-১২টা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply