fbpx

ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি পোহাতে হবে না : সড়ক সচিব

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঈদে বাড়ি ফেরা নিয়ে মহাসড়কে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।

শনিবার গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং টাঙ্গাইলের মির্জাপুরে নবনির্মিত ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, ‘ঈদে গাজীপুরের মহাসড়কে দুরবস্থার আশঙ্কা নেই। এখানে বিআরটি প্রকল্প চলমান। কাজ চললে কিছু সমস্যা তো হবেই। তবে প্রকল্পের কারণে মহাসড়কে কোনো সমস্যা থাকলে,  ঈদের আগেই তা সংস্কার করে ফেলা হবে।’

পাশাপাশি যানজট যেন না হয় এবং যানজটের সমস্যা কীভাবে সমন্বিতভাবে মোকাবিলা করা যায় সে বিষয়ে চেষ্টা করা হচ্ছে। ফলে ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ভোগান্তি পোহাতে হবে না বলেও জানান তিনি।

পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, ‘ঈদের ছুটির সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজড সার্কিট ক্যামেরাও থাকবে। এগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ কক্ষ থেকে যানবাহন চলাচল সার্বক্ষণিক মনিটর করবে কর্তৃপক্ষ।’

ফ্লাইওভার পরিদর্শন শেষে দুপুরে তিনি বলেন, ‘ঈদের আগেই ২৫ এপ্রিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভার ও সিরাজগঞ্জের নকলা ব্রিজ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যদিও কাজের মেয়াদ এখনও শেষ হয়নি কিন্তু ঈদযাত্রায় মহাসড়কে যানজট সহনীয় পর্যায়ে রাখতে বিশেষ বিবেচনায় আগেই খুলে দেয়া হচ্ছে।’

ফলে এসব অংশে যানজট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তাছাড়া বিকল্প রাস্তাগুলোতে যদি যানবাহন ডাইভার্ট করে দেয়া যায়, তাহলে মহাসড়কে চাপ অনেকটাই কমবে বলেও জানান সচিব।

Advertisement
Share.

Leave A Reply