fbpx

২৪ জুন থেকে আবার শুরু হচ্ছে ‘লিডার, আমিই বাংলাদেশ’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শাকিব খান ও বুবলি অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং এরই ভেতর ৬০ ভাগ শেষ হয়েছে।

এই সিনেমার শুটিং শুরু হয়েছিল চলতি বছররে ২৫ মে। উত্তরার বিভিন্ন লোকেশনে টানা ৮দিন শুটিং শেষে স্বল্প বিরতি দেওয়া হইয়েছিল। গত ১৭ জুন থেকে বিএফডিসিতে সেট ফেলে টানা ৫দিন শুটিং করা হয়। সেট পরিবর্তনের জন্য ২দিনের বিরতি দেওয়া হয়েছিল। বিরতি শেষে আবারও বৃহস্পতিবার(২৪ জুন) থেকে শুটিং শুরু হবে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক, আরটিভির সিইও ও চলচ্চিত্রটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্য বিধি মেনে শুটিং করার জন্য পরিচালক এবং শিল্পী কলা-কুশলীদের আমাদের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে। তারা সবকিছু বজায় রেখে যেভাবে কাজ করছে এতে আমরা আশাবাদী। ‘লিডার, আমিই বাংলাদেশ’ একটি অসাধারণ চলচ্চিত্র হতে যাচ্ছে। ইতিমধ্যে ৬০ভাগ শুটিং অত্যন্ত সফলতার সাথে শেষ হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, আগামী ঈদুল আযহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে ‘লিডার, আমিই বাংলাদেশ’ রিলিজ হবে ইনশাআল্লাহ।’

পরিচালক তপু খান বলেন- ‘বেঙ্গল মাল্টিমিডিয়া, শাকিব খান, বুবলিসহ সকল কলা-কুশলীর সহযোগিতায় আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন শাকিব ভাই, বুবলীসহ সবাই যথা সময়ে সেটে এসে শুটিং শুরু করছেন। প্রযোজনা প্রতিষ্ঠানের চলচ্চিত্র সমন্বয় প্রতিদিনই উপস্থিত থেকে সব বিষয়ে সহযোগিতা করছেন। বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়লেও আমরা ইতিমধ্যে ৬০ভাগ শুটিং শেষ করতে পেরেছি। সামনের কাজগুলোও একই ভাবে শেষ করতে পারবো বলে আমার বিশ্বাস।’

Advertisement
Share.

Leave A Reply