fbpx

ঈদের ছুটিতেও চালু থাকবে অক্সিজেন আমদানি কার্যক্রম

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সারাদেশে করোনার কারণে অক্সিজেনের চাহিদা বেড়ে যাওয়ায় ঈদের ছুটিতে চালু থাকবে অক্সিজেন আমদানি। বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে এই আমদানি কার্যক্রম চলবে বলে নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমস হাউজের উপ কমিশনার অনুপম চাকমা।

তিনি বলেন, ‘ঈদুল আজহায় বেনাপোল-পেট্রাপোল বন্দর চারদিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য অক্সিজেন চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল থাকবে।’

আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন, সে জন্য কাস্টমস কর্মকর্তাদের দুটি টিম  প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘অক্সিজেনসহ জরুরি পণ্য আমদানি করে থাকেন তারা চাইলে এসব পণ্য ঈদের বন্ধের মধ্যেও আমদানি ও বন্দর থেকে খালাস করতে পারবেন। এসব পণ্য যাতে দ্রুত খালাস নিতে পারেন সে জন্য আমদানিকারকদের সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

Advertisement
Share.

Leave A Reply