fbpx

ঈদের জামাত হবে পাঁচটি, প্রথম জামাত সকাল ৭ টায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের ঈদুল ফিতরে বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। আর প্রথম জামাত সকাল সাতটায় অনুষ্ঠিত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার পাঠানো সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

সকাল ৮টায় অনুষ্ঠিত দ্বিতীয় জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। সেখানে ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টায় অনুষ্ঠিত চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

সকাল ১০ টা ৪৫ মিনিটে পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমামতি করবেন ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

বতর্মান করোনাভাইরাস পরিস্থিতিতে ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, মুসল্লি ও সংশ্লিষ্টদেরকে অনুরোধ করা হয়।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত এক নির্দেশনা দেয়। সেখানে বলা হয়, চাঁদ দেখা অনুসারে আগামী বৃহস্পতি বা শুক্রবার (১৩ বা ১৪ মে) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাস মহামারির কারণে এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের নামাজ পড়তে হবে মসজিদে। একইসঙ্গে মসজিদে জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো পরিহার করার জন্য অনুরোধ জানিয়েছে সরকার।

Advertisement
Share.

Leave A Reply