fbpx

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল ২ হাজার ঘর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দোজা নয়ন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রোববার বিকেল পৌনে ৩টার দিকে ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ১০ ও ১২ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘এই অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Advertisement
Share.

Leave A Reply