fbpx

উত্তরাখণ্ডে তীর্থযাত্রীদের বাস খাদে পড়ে নিহত ২৬

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে একটি বাস খাদে পড়ে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন জন। হতাহতরা সবাই তীর্থযাত্রী। রবিবার (৫ জুন) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ এই খবর নিশ্চিত করেছে।

সংবাদ মাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বাসটিতে চালকসহ ৩০ জন আরোহী ছিল। তারা উত্তরাখণ্ডের হিমালয়ের পশ্চিম অঞ্চলের প্রত্যন্ত এলাকা যমুনোত্রী তীর্থস্থানে যাচ্ছিল। পথে উত্তরখাশি জেলার দামতা এলাকায় দুর্ঘটনা হয়।

উত্তরখাশি জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, হতাহতদের মধ্যে ২৮ জনই মধ্যপ্রদেশের বাসিন্দা। এখনও এক যাত্রী নিখোঁজ রয়েছে। তাকে খুঁজতে উদ্ধারকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply