fbpx

উপহার থেকে ৩০ হাজার ডোজ টিকা চায় চীন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চীন থেকে উপহারস্বরূপ পাঁচ লাখ টিকার মধ্য ৩০ হাজার ডোজ টিকা নিজেদের নাগরিকদের জন্য চেয়েছে চীন। এই টিকা বাংলাদেশে অবস্থান করা চীনের নাগরিকদের দেওয়ার জন্য অনুরোধ করে তারা।

১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে লেখা এক চিঠিতে এই বিষয়টি জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সেই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দেওয়ার জন্য তারা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিয়েছে। এ বিষয়ে তারা বাংলাদেশ সরকারের অনুমোদন চেয়েছে।

যখন উপহারের টিকা ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পৌঁছাবে, তখন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল সেখান থেকে ৩০ হাজার ডোজ টিকা সংগ্রহ করবে।

চিঠিতে আরও বলা হয়েছে, পাঁচ লাখ টিকার মধ্যে চীন ৩০ হাজার টিকা নিলে উপহারের বাকি ৪ লাখ ২৭ হাজার টিকা দু’বার করে ২৮ দিনের মধ্য সরকারকে বাংলাদেশের নাগরিকদের দিতে হবে।

এর পরে ধাপের টিকা উৎপাদনে যেতে একটু সময় লাগবে বলেও জানায় তারা।

Advertisement
Share.

Leave A Reply