fbpx

এইচএসসির ফরম পূরণ শুরু ২৯শে জুন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের ফরম পূরণের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, আগামী ২৯শে জুন থেকে ১১ই জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে ফরম পূরণ করতে হবে। স্কুলে নির্বাচনী পরীক্ষা যেহেতু হচ্ছে না তাই ফি আদায়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফরম ফিলাপের ফি’র বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের দুই হাজার ৫০০ টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের এক হাজার ৯৪০ টাকা ফি দিতে হবে। নির্ধারিত ফি এর অতিরিক্ত অর্থ আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

করোনা মহামারীর শুরু হলে গতবছরের ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেয় সরকার। বেশ কয়েকদফা সে নির্দেশনা বাড়ানোর পর এ বছর জুনে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিলে আবারও সংক্রমণ বেড়ে যাবার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তেই অটল থাকে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গতবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসির ফলাফলের গড় করে পরীক্ষার্থীদের মূল্যায়ন ফল প্রকাশ করা হয়েছিল।

Advertisement
Share.

Leave A Reply