fbpx

এইচএসসির রেজাল্ট ৭-৯ ফেব্রুয়ারির মধ্যে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ৭-৯ ফেব্রুয়ারির মধ্যে ২০২২ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশ করতে চায় আন্তঃসমন্বয়ক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

শুক্রবার (২০ জানুয়ারি) কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার জানিয়েছেন, এ তিন দিনের মধ্যে ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে এবং তা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

করোনাভাইরাস এবং বন্যা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে এইচএসসি পরীক্ষা নেয়া সম্ভব হয় নি। এরপর গত ৬ নভেম্বর ২০২১-২২ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় বিষয়গুলোর নম্বর কমানো হয় এবং সিলেবাসও সংক্ষিপ্ত করা হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষা শেষ হওয়া দুই মাসের মধ্যে সাধারণত বোর্ডগুলোকে ফলাফল প্রকাশ করতে হয়। সেক্ষেত্রে ১১ ফেব্রুয়ারির মধ্যে ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা।

Advertisement
Share.

Leave A Reply