fbpx

এইচএসসি পরীক্ষা পেছানোর ইঙ্গিত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এসএসসি পরীক্ষার পর এবার এইচএসসি পরীক্ষা পেছানোর ইঙ্গিত দিয়েছে ঢাকা বোর্ড।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

তিনি জানান, বন্যা পরিস্থিতির কারণে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। এর প্রভাব পরবে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষার সময়সূচিতেও। কেননা এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন।
সে হিসেবে খানিকটা ধরে নেয়া যায়, এইচএসসি পরীক্ষাও পিছিয়ে যাচ্ছে।

এসএসসি পরীক্ষা কবে নাগাদ শুরু হতে পারে, এমন প্রশ্নের জবাবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ‘বিষয়টি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। পরিস্থিতি যদি উন্নতি হয় তাহলে আমরা এক সপ্তাহের নোটিশে এসএসসি পরীক্ষা আয়োজনে প্রস্তুত। পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংশোধিত রুটিন প্রকাশ করব।’

২২ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ায় কথা রয়েছে।

Advertisement
Share.

Leave A Reply