fbpx

`এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বাবা দেশের জনপ্রিয় অভিনেতা। ছেলে বাবার পথে হাঁটবে এটাই স্বাভাবিক! তবে নিজের ছেলে শুদ্ধর অভিনয় প্রসঙ্গে চঞ্চল চৌধুরীর মতটা ভিন্ন। একমাত্র ছেলের অভিনয়ের খবর সংবাদের শিরোনাম হলে কিছুটা নড়েচড়ে বসেন ‌’মনপুরা’ তারকা।

নিজের ফেসবুক পেজে চঞ্চল বিষয়টা খোলাসাই করেন। তিনি লিখেন, ‌’শুদ্ধ’র জাস্ট প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহা মরি কিছু না। গিয়েছিল পূবাইলে এবারের ঈদের নাটকের শুটিং দেখতে। সাথে ওর মা’ও ছিল। আনপ্ল্যান্ড….ইম্প্রোভাইজড ছোট ছোট চার পাঁচ ডায়লগের
ছোট্ট একটা সিকোয়েন্স। কো আর্টিস্ট দিব্য সৌম্য। শুদ্ধ’র যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে,তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়েই খুব সহজে অভিনেতা হয়ে যাবে,ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো।
এই আর কি।’

`এই ছবিগুলোই একদিন ইতিহাস হয়ে যাবে’

নাটকের সেটে শুদ্ধ সৌম্য ও দিব্য

নিজের ছেলের পরিচয় দিতে গিয়ে লিখেন, ‌’শুদ্ধ’র বয়স এখন ১২ বছর চলছে, ক্লাস সিক্সে পড়ে বাংলা মাধ্যমে। যদি ওর যোগ্যতা ও নিয়তি আমার মতো ওকেও ক্যামেরার সামনে নিয়ে আসে,তখন হয়তো এই ছবি গুলোই একদিন ইতিহাস হয়ে যাবে। শুদ্ধকে সবাই আশীর্বাদ করলেই আমি খুশী।’

বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরার পরিচালনায় ‌’সুশীল ফেমেলি’ নামে নাটকটি ঈদ অনুষ্ঠানমালায় জিটিভিতে প্রচার হবে।

Advertisement
Share.

Leave A Reply