fbpx

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ: বাছাইপর্ব থেকেই বাংলাদেশের বিদায়

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পুরো ম্যাচে দুর্দান্ত খেলেও হার এড়াতে পারলো না বাংলার মেয়েরা। ইরানের কাছে ১-০ গোলে হেরে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের দল।

সন্ধ্যায় ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার মাত্র ৪১ সেকেন্ডেই হতে পারতো গোল। কিন্তু ইরানি গোলরক্ষককে একা পেয়েও ভালো শট নিতে না পারায় গোল পাননি আকলিমা খাতুন। এমন আরও কয়েকটি সহজ সুযোগ মিস করে বাংলাদেশ। তবে ম্যাচে আধিপত্য ছিল স্বাগতিকদেরই। রাইট উইংয়ে রিপার দারুণ সব মুভমেন্টে নাস্তানাবুদ ছিলো ইরানের রক্ষণভাগ। প্রথমার্ধের পুরো সময়ই ইরানকে ভুগিয়েছে বাংলার মেয়েরা।

দ্বিতীয়ার্ধেও ভালো শুরু করে বাংলাদেশ। তবে ইরান নেমেছিলো নেতিবাচক স্ট্র্যাটেজি নিয়ে।ইনজুরির অভিনয় করতে থাকে ইরানি মেয়েরা। গতিপথ পাল্টে যেতে থাকে ম্যাচের। ৮৫ মিনিটে গোলও আদায় করে নেয় ইরান। নেগিন জানডির গোলে এগিয়ে যায় ইরান। শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি বাংলার মেয়েদের। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইরানিরা।

Advertisement
Share.

Leave A Reply