fbpx

একই সময়ে ১৮ টিভি চ্যানেলে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিবছর ভালোবাসা দিবসে দর্শকের পাঠানো গল্পে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে ‘ক্লোজআপ’। সেই ধারাবাহিকতায় এবারও ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামে তিনজন দর্শকের গল্পে নির্মিত হয়েছে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।

যার মধ্যে আব্দুল্লাহ আর রাফির পাঠানো গল্প নিয়ে টানা তৃতীয়বারের মত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার ও পরিচালক অনম বিশ্বাস নির্মাণ করেছেন ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। যেখানে অভিনয় করেছেন অভিনেত্রী মুমতাহিনা টয়া ও খায়রুল বাশার।

উল্লেখযোগ্য আরো একটি চরিত্রে অভিনয় করেছেন শাহেদ আলী সুজন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর শুটিং হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনেে।

জানা যায়, এটি একটি মিষ্টি প্রেমের গল্প। গল্পে দেখা যাবে উবার ড্রাইভার রনি এবং কস্টিউম ডিজাইনার শ্রুতির রোমান্টিক সম্পর্কের গল্প।

১৪ ফেব্রুয়ারি দেশের ১৮টি টিভি চ্যানেলে রাত ৮টায় একযোগে প্রচার হবে ‘একদিন বৃষ্টিতে বিকেলে’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। এছাড়া খুব দ্রুতই দর্শকরা ইউটিউবে উপভোগ করতে পারবেন।

Advertisement
Share.

Leave A Reply