fbpx

একটি নাটকের চারটি ভিন্ন চরিত্রে আসাদুজ্জামান নূর

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

গল্প একটি, নাটক একটি কিন্তু অভিনেতা আসাদুজ্জামান নূর একাই চারটি চরিত্রে অভিনয় করছেন। বর্তমানে বিটিভিতে প্রচারিত হচ্ছে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। আর এখানে একাই চারটি ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। নাটকের মূল গল্পের নাম ‘আগুনপাখির বাসা’।

একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে অভিনয় করেছেন এই শক্তিমান অভিনেতা।

বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে। এর ২৩ থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে।

‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে। এর রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন

আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। এছাড়াও অভিনয় করেছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

Advertisement
Share.

Leave A Reply