fbpx

একদিনে সৌদি ভিসা পাচ্ছেন ৪ হাজার বাংলাদেশি!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রতিদিন চার হাজার বাংলাদেশিকে ভিসা দিচ্ছে ঢাকার সৌদি দূতাবাস। এমনটাই জানালেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান।

আজ মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সৌদি আরবের পক্ষ থেকে অ্যাস্ট্রেজেনেকার ১৫ লাখ করোনা টিকা বাংলাদেশকে উপহার হিসেবে হস্তান্তর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ইসা ইউসেফ ইসা আলদুহাইলান বলেন, করোনার পর এখন ঢাকার দূতাবাস থেকে ভিসা দেওয়ার হার বেড়েছে। প্রতিদিন চার হাজার ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। এমনকি, এক দিনে ৮ হাজার ৬০০ ভিসাও দেওয়া হয়েছে।

সৌদি রাষ্ট্রদূত আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত চারটি টিকা নিয়ে সৌদি আরব গেলে কোয়ারেন্টিনের প্রয়োজন হয় না। অন্য টিকার ক্ষেত্রে কোয়ারেন্টিনের প্রয়োজন হয়ে থাকে।

বাংলাদেশের মতো বন্ধুপ্রতিম দেশকে টিকা দিতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সৌদি রাষ্ট্রদূত।

Advertisement
Share.

Leave A Reply