fbpx

একশোর নিচে অলআউট বাংলাদেশ; নিউজিল্যান্ডের জয় ৫২ রানে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৫২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের দেওয়া ১২৯ রানের টার্গেটে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। চার উইকেট শিকার করে কিউই স্পিনার আজাজ প্যাটেল একাই ধ্বসিয়ে দেন টাইগারদের ইনিংস।

মিরপুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন নিউজিল্যান্ডের ওপেনাররা, দুই ওপেনারের মধ্যে বেশি সাচ্ছ্যন্দে ছিলেন তৃতীয় ম্যাচে প্রথম দলে আসা ফিন অ্যালেন। অবশ্য, ওপেনিং জুটিকে বেশি বড় হতে দেননি মুস্তাফিজুর রহমান; অ্যালেনকে ১৫ রানেই ড্রেসিং রুমে ফেরান মুস্তাফিজ। দ্বিতীয় উইকেট জুটিতে ৩০ রানের জুটি গড়েন রাচিন রবিন্দ্র এবং উইল ইয়াং। দলীয় ছেচল্লিশ রানে ইয়াং আউট হলে বিপদে পড়ে নিউজিল্যান্ড। ৪৬ থেকে ৬৪ রানের মাঝেই টাইগার বোলাররা তুলে নেয় চার উইকেট।

একশোর নিচে অলআউট বাংলাদেশ; নিউজিল্যান্ডের জয় ৫২ রানে

ছবি; বিসিবি

ওই ই শেষ, কিউইদের আর কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে টম ব্লান্ডেল এবং হেনরি নিকোলস মিলে গড়েন আরও ৬৪ রানের জুটি। শেষ পাঁভ ওভারে এই দুজন তোলেন ৪৬ রান। ইনিংস শেষে নিকোলস অপরাজিত থাকেন ৩৬ রানে এবং ব্লান্ডেল নট আউট ছিলেন ৩০ রান করে। টাইগার বোলারদের মধ্যে সাইফুদ্দীন নেন দুই উইকেট; মাহেদি, মুস্তাফিজুর এবং রিয়াদ পান একটি করে উইকেট।

একশোর নিচে অলআউট বাংলাদেশ; নিউজিল্যান্ডের জয় ৫২ রানে

ছবি: বিসিবি

১২৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি ওপেনারদের শুরুটাও হয়েছিল মনমতো, কিন্তু এই ভালো বেশিক্ষন টিকেনি। দলীয় ২৩ রানে লিটন দাশ ১৫ রান করে আউট হন। লিটন আউট হওয়ার পর ৯ রানে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। একই ওভারে আউট হন তিন নম্বরে ব্যাট করতে নামা শেখ মাহেদি হাসান এবং চারে নামা সাকিব আল হাসান। মাহমুদউল্লাহ এবং আফিফও আউট হন পরপর দুই বলে। ৪৪ রানেই ছয় উইকেটের দলে পরিণত হয় বাংলাদেশ।

একশোর নিচে অলআউট বাংলাদেশ; নিউজিল্যান্ডের জয় ৫২ রানে

ছবি: বিসিবি

সপ্তম উইকেটে নুরুল হাসান সোহানকে নিয়ে দলের রান বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা চালান মুশফিকুর রহিম, অবশ্য এই জুটিও বেশিক্ষন স্থায়ী হয়নি। বড় শটের খোঁজে ক্যাচ আউট ফেরেন সোহান। উইকেটের এক প্রান্তে থেকে মুশফিকুর রহিম জয়ের ব্যবধান কমানোর চেষ্টা চালান, কিন্তু বিশেষ লাভ হয়নি। সিরিজে রতৃতীয় ম্যাচে একশো পেরোনো হয়নি বাংলাদেশের। এদিন টাইগাররা অল আউট হয়েছে ৭৬ রানে। ১৬ রানে চার উইকেট নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আজাজ প্যাটেল। অফ স্পিনার কোল ম্যাকনকি নিয়েছেন তিন উইকেট।

একশোর নিচে অলআউট বাংলাদেশ; নিউজিল্যান্ডের জয় ৫২ রানে

ছবি: বিসিবি

তৃতীয় ম্যাচে জিতে এখনো সিরিজ বাঁচিয়ে রাখলো নিউজিল্যান্ড। দুইদিন বিরতির পর ৮ সেপ্টেম্বর নতুন উদ্দ্যমে মাঠে নামবে কিউইরা, আর বাংলাদেশের টার্গেট থাকবে সিরিজ জেতা।

Advertisement
Share.

Leave A Reply