fbpx

একসাথে এক কোটির বেশি লোক টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় দেশে এক কোটি লোককে একসাথে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

২৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে পুষ্টি পরিষদ আয়োজিত মুজিব বর্ষ উপলক্ষে ডিজিটাল এম অ্যান্ড ই সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ পর্যন্ত প্রায় আড়াই কোটি লোককে ভ্যাকসিন দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেড় কোটিরও বেশি মানুষকে ২ ডোজ টিকা দেওয়া হয়েছে। এছারাও দেশে পর্যাপ্ত ভ্যাকসিন মজুদ রয়েছে বলেও জানান তিনি। ২২ সেপ্টেম্বর চীন থেকে ৫০ লাখ ভ্যাকসিন দেশে এসেছে। এদিকে ফাইজারের আরও ৭১ লাখ টিকা দেওয়ার  প্রতিশ্রুতি দিয়েছে। নতুন করে আরও ৭১ লক্ষ টিকা বাংলাদেশে আসবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রবাসীদের জন্য ভ্যাকসিন কর্নার তৈরি করা হয়েছে। আজ সন্ধ্যা থেকে এয়ারপোর্টে করোনা পরীক্ষার ল্যাব বসানো হবে এবং প্রয়োজন অনুযায়ী তাদেরকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Advertisement
Share.

Leave A Reply