fbpx

একাধিক চমক রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ঘরের মাঠে একাধিক চমক রেখেই আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন দাসকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ইনজুরির কারণে খেলতে পারবেন না টেস্টের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

১৪ জুন থেকে মিরপুরে শুরু হতে যাওয়া টেস্টের জন্য দলে ডাক পেয়েছেন নতুন দুই ক্রিকেটার। প্রথমবারের মতো বাংলাদেশ দলে ডাক পেয়েছেন। ব্যাটার শাহাদাত হোসেন দিপু ও পেসার মুশফিক হাসান। দুজনই খেলেছেন সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচের সিরিজে।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে চারদিনের টেস্ট ম্যাচে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী শাহাদাত হোসেন দিপুর  ব্যাটিং দৃঢ়তা দেখে মুগ্ধ হয়েছিলেন নির্বাচকরা।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদ। দীর্ঘ ইনজুরিতে থাকা ওপেনার জাকির হাসানও ফিরেছেন টেস্ট দলে।

দল থেকে বাদ পড়েছেন আইরিশদের বিপক্ষে টেস্ট দলে থাকা সাদমান ইসলাম ও রেজাউর রহমান রাজা।

বাংলাদেশের স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন, মুশফিক হাসান।

Advertisement
Share.

Leave A Reply