fbpx

‘এক’ উইকেটের অপেক্ষা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

সাদা বলের ক্রিকেটে সাকিব আল হাসানের রাজত্ব চলছে প্রায় এক যুগ। একের পর এক রেকর্ড গড়েছেন, ভেঙ্গেছেন। বিশ্ব ক্রিকেটে সাকিব এখন এমন এক অবস্থানে নিজেকে নিয়ে গেছেন যে ম্যাচ খেলতে নামলেই কোনো না কোনো রেকর্ড যুক্ত হয়ে যায় নামের সাথে। এই যেমন এই মূহুর্তে আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে এবং  টি-টোয়েন্টি ক্রিকেট মিলে সাকিবের উইকেটসংখ্যা ৩৯৯টি। আর মাত্র এক উইকেট পেলেই সাকিব ছুঁয়ে ফেলবেন ৪০০ উইকেটের মাইলফলক।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে ৪০০ উইকেটের ক্লাবে সাকিব হবেন তৃতীয় স্পিনার। এর আগে মুত্তিয়া মুরালিধরন এবং শহীদ আফ্রিদি নিজেদের জায়গা পাকাপোক্ত করে নিয়েছেন। তবে একটা জায়গায় সাকিবই প্রথম; সাদা বলের ক্রিকেটে ৪০০ উইকেট নেওয়া প্রথম বাঁহাতি স্পিনার হবেন সাকিব।

ওয়ানডেতে সাকিবের উইকেটসংখ্যা ২৮২টি, টি-টোয়েন্টিতে ১১৭। অন্য দুই স্পিনার মুত্তিয়া মুরালিধরনের ওয়াডেতে ৫৩৪ উইকেটের পাশাপাশি টি-টোয়েন্টিতে উইকেটসংখ্যা ১৩টি; শহীদ আফ্রিদির ৯৮ টি-টোয়েন্টি উইকেটের পাশাপাশি ওয়ানডেতে আছে ৩৯৫ উইকেট।

Advertisement
Share.

Leave A Reply