fbpx

এক টাকা পারিশ্রমিক নিয়েছেন আরিফিন শুভ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

রাস্তায় তাকে নিয়ে হয়তো শাকিব খানের মতো হৈ চৈ পড়ে যায়না, অভিনয়েও হয়তো এখনও সেরাটা দেওয়া বাকি। কিন্তু সে যে একটু ভিন্ন সেটাই হয়তো মনে করিয়ে দিলেন সবাইকে।

বুধবার (৯ জুন) নিজের ফেসবুক ওয়ালে শুভ ঘোষণা দিয়েছেন, তিনি এক টাকার শিল্পী। সবার মনে হতে পারে, ঘটণা কী?

ফেসবুক পোস্টে শুভ লিখেছেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা। অর্থ দিয়ে হয়তো পার্থিব কিছু সুখ পাওয়া যাবে, কিন্তু আত্মার তৃপ্তি মিলবে না।‘

আসল ঘটনা হচ্ছে, ভারতীয় পরিচালক শ্যাম বেনেগালের পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবের বায়োপিক ‘বঙ্গবন্ধু’তে শেখ মুজিবের চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ। কিন্তু এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন মাত্র ‘এক টাকা’।

এক টাকা পারিশ্রমিক নিয়েছেন আরিফিন শুভ

এক টাকার এই চেকটি আরিফিন শুভ তার ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। ছবি : ফেসবুক

যখন অডিশনে তিনি নির্বাচিত হন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিলো, তার কোনও  শর্ত আছে কিনা?

শুভ তখন বলেন, ‘শর্ত একটাই, সম্মানি নেব এক টাকা।’

শুভ’র ভাষ্যমতে, এরপর থেকে নাকি পরিচালক শ্যাম বেনেগাল তাকে ‘ওয়ান টাকা আর্টিস্ট’ বলে ডাকা শুরু করেন।

শুভ আরও বলেন, ‘তারা কিন্তু আমার শর্তে সঙ্গে সঙ্গে রাজি হননি। আমাকে ফাইট করতে হয়েছে। এক টাকার চেকটা ফাইনালি আমার হাতে আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।’

‘বঙ্গবন্ধু’ বায়োপিকের বেশকিছু অংশের কাজ এরইভেতর শেষ হয়েছে। ভারতের অংশের শুটিং শেষে বাংলাদেশেও শুটিং হবে। তবে করোনা পরিস্থিতির কারণে তা আটকে আছে। আরিফিন শুভ ছাড়াও এই সিনেমায় বাংলাদেশ থেকে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকে।

Advertisement
Share.

Leave A Reply