fbpx

এক বটগাছে ৭৩ মৌচাক

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গজনি অবকাশ পর্যটন কেন্দ্রে অবস্থিত ২০০ বছরের বয়স্ক একটি বট গাছে ৭৩টি মৌচাকের বাসা বেঁধেছে। এই মৌচাক দেখতে এখন ভিড় লেগে থাকে গাছের নিচে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা জানান, গজনি দেখতে এসে অনেকগুলো মৌমাছির চাক এক গাছে দেখতে পেয়ে আনন্দ উপভোগ করছেন তারা।

গাছটিতে এর আগেও এ ধরনের মৌচাকের বাসা দেখা গেছে বলেন জানান স্থানীয়রা।

এ ছাড়াও উপজেলার সন্ধ্যাকুড়া মহারশি নদীর সেতুটির নিচে শতাধিক মৌচাক বসেছে। তা দেখার জন্যে পর্যটকরা ভিড় করছেন। অপর দিকে পাহাড়ে খালি জায়গায় মধু আহরণের জন্যে বাণিজ্যিকভাবে অনেকেই মৌমাছি লালন করে মধু সংগ্রহের কাজ করছেন।

Advertisement
Share.

Leave A Reply