fbpx

এক ম্যাচেই প্যাট কামিন্সের জোড়া ফিফটি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা,তাইতো দর্শকরাও ব্যাট বলে বুদ হয়ে থাকে। বুধবার (২১ এপ্রিল) রাতে মুম্বাইয়ে কলকাতা নাইট রাইডার্সের ঘুরে দাঁড়ানো একটা বড় উদাহরণ। চেন্নাইয়ের বিপক্ষে ২২১ রানের টার্গেটে সাকিবহীন কেকেআরের ৩১ রানেই নেই ৫ উইকেট। আশাই ছেড়ে দিয়েছিলো বেশিরভাগ ভক্ত।

এক ম্যাচেই প্যাট কামিন্সের জোড়া ফিফটি

ছবি: আইপিএল

ফর্মের তালাশে থাকা আন্ড্রে রাসেল ফিরে পেলেন টাইমিং, পাওয়ার হিটিং দিয়ে ম্যাচটা জমিয়ে তুললেন। তিনটি চার, আর ছক্কা তার দ্বিগুন। বিগ ম্যানের ঝড়ে উড়ে গেছে ক্যাপ্টেন কুল ধোনির ম্যাচ প্ল্যানিং। ২২ বলে ৫৪ করে কারানের লেগ স্ট্যাম্পের বল ছেড়ে দিয়ে বোল্ড হন আন্ড্রে রাসেল। মেন ইন ইয়োলো যেন স্বস্তির নিশ্বাস ফেলে।

গল্পের অনেকটা তখনো বাকি। বল হাতে ৪ ওভারে ৫৮ রান দেয়া কামিন্সের ব্যাট যেন সোলেমানি তলোয়ার। স্পিন কি পেস কারান, ঠাকুর, এনগিডিদের বল সীমানা ছাড়া। শেষ অব্দি কামিন্সের উপরই ছিলো যত আশা। রাসেলের মতোই ছয়টা ওভার বাউন্ডারি, ৩৪ বলে আনবিটেন ৬৬ রান। তবুও যোগ্য সঙ্গীর অভাবে লুজিং সাইডে কেকেআর। শাহরুখ খানের দল ২০২ রানে অলআউট, ১৮ রানে জিতে চেন্নাই সুপার কিংস।

সাকিবের জায়গায় একাদশে আসা নারিন ৪ ওভারে ৩৪ রান খরচ করে তুলে নেন ১ উইকেট। চেন্নাইয়ের পক্ষে ৫ রানের জন্য সেঞ্চুরি মিস করেন ফাফ দু প্লাসি। ৬৪ রান আসে আরেক ওপেনার রুতুরাজের উইলোতে।

৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট তুলে টেবিলের শীর্ষে আছে আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্জাইজি সিএসকে। ১ জয়ে কলকাতা আছে ছয় নম্বরে।

Advertisement
Share.

Leave A Reply