fbpx

এটিএম থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলা যাবে লকডাউনে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামীকাল বুধবার থেকে সারাদেশে একযোগে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন কর্মসূচি। আর এর মধ্যে এটিএম বুথ থেকে গ্রাহকরা এককালীন সর্বোচ্চ একলাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন।

গতকাল সোমবার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত গ্রাহকদের জন্য এই সুবিধা কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, লকডাউনের সময় সাধারণ জনগণের চাহিদা অনুযায়ী নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার জন্য সকল ব্যাংকের এটিএম বুথ সচল রাখাসহ তাতে পর্যাপ্ত অর্থ সরবরাহের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে, এটিএম থেকে টাকা তোলার সর্বোচ্চ সীমার পরিমাণ হবে এক লাখ টাকা। আর অন-সাস ও অফ-সাস দুই ক্ষেত্রেও টাকা তোলার একক লেনদেনের ন্যূনতম পরিমাণ একই থাকবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখিত আছে, সকল মোবাইল ফিন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা নিশ্চিত করতে হবে। এরইমধ্যে, বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি সব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার কোম্পানি ও তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে।

এটিএম থেকে সর্বোচ্চ ১ লাখ টাকা তোলা যাবে লকডাউনে

Advertisement
Share.

Leave A Reply