fbpx

এনসিবি’র তলবে সাড়া দিলেন না আরিয়ান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনার উপসর্গ দেখা দেওয়ায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)’র বিশেষ তদন্তকারী দলের এসআইটি তলবে সাড়া দেননি শাহরুখপুত্র আরিয়ান খান। এমনকি হাজিরার তারিখ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

ভারতীয় এক সংবাদমাধ্যমের সূত্রে খবর, গত রবিবার(৭ নভেম্বর) শাহরুখপুত্রকে  তলব করেছিল এনসিবি’র বিশেষ তদন্তকারী দল। করোনা উপসর্গের কথা জানিয়ে তিনি হাজিরা দেননি। জ্বরের অজুহাত দেখিয়ে কি তলব এড়ালেন  আরিয়ান? এমন প্রশ্নও উঠেছে।

এমনকি আরিয়ানের আবেদন শোনা হবে কি না, সেটা নির্ভর করছে তাঁর স্বাস্থ্যপরীক্ষার রিপোর্টের উপর। কোভিডের রিপোর্ট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিবি।

আরিয়ান কাণ্ডসহ মোট ছয়টি মামলার তদন্তভার এনসিবি মুম্বাই শাখার কাছ থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের হাতে। এখন এনসিবি’র সেন্ট্রাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয়  সিংহের তত্ত্বাবধানে ওই মামলাগুলির তদন্ত চলবে। আরিয়ান মামলার তদন্তে তাই আর যুক্ত থাকতে পারবেন না এনসিবি’র মুম্বাই ইউনিটের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সমীর সংবাদমাধ্যমের  কাছে দাবি করেছেন, মাদকের বিরুদ্ধে তার অভিযান চলবে।

Advertisement
Share.

Leave A Reply