fbpx

এবারও নির্ধারিত সময়ে খুলছে না শিক্ষাপ্রতিষ্ঠান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে সেটি খুলে দেওয়া সম্ভব না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের মাঝেও হতাশা দেখা দিয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মানববন্ধনসহ নানা কর্মসূচিও পালন করছেন তারা।

এমন পরিস্থিতিতে গত ২৬ মে শিক্ষামন্ত্রী বলেছিলেন, করোনা পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি নির্ভর করছে শিক্ষার্থীদের টিকা দেওয়ার ওপর।

তবে দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ধরন ছড়িয়ে পড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘যেহেতু বিধিনিষেধ বেড়েছে, তাই ঘোষিত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। পরবর্তী সময়ে আলোচনা করে সময় জানানো হবে।’

Advertisement
Share.

Leave A Reply