fbpx

এবারও শোলাকিয়ায় হচ্ছে না ঈদের জামাত

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপে এবারও অনুষ্ঠিত হচ্ছে না কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত।

১৬ জুলাই (শুক্রবার) শোলাকিয়া ঈদগাহ কমিটির সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকালে  ভার্চুয়ালি ঈদগাহ কমিটির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘ঈদের নামাজে শোলাকিয়া ঈদগাহে লাখো মুসল্লির সমাগম হয়। তাই করোনাভাইরাস সংক্রমণের কথা বিবেচনা করে সেখানে এবারের ঈদুল আযহার জামাত না করার সিদ্ধান্ত হয়।’

তবে কমিটির সভাপতি বলেন, মসজিদে এবার  ঈদুল আযহার জামাত বড় পরিসরে হবে না। এছাড়া শহরের বিভিন্ন মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে একাধিক জামাত অনুষ্ঠিত হবে।

করোনা মহামারির কারণে শোলাকিয়া ঈদগাহ মাঠে গত ঈদুল ফিতরের নামাজও অনুষ্ঠিত হয়নি।

প্রায় আড়াইশ বছরের প্রাচীন শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার ১৯৩ তম ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে থমকে গেছে সব কিছুই।

Advertisement
Share.

Leave A Reply