fbpx

এবারও হজ পালনের অনুমতি পাচ্ছেন না বিদেশিরা

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

করোনা সংক্রমণ রোধে সৌদি আরবে এ বছরও অন্য দেশে থেকে গিয়ে কেউ হজ পালনের সুযোগ পাচ্ছেন না। শুধু দেশটিতে অবস্থান করা মুসলমানদের মধ্যে সর্বোচ্চ ৬০ হাজার জন হজ পালনের সুযোগ পাবেন। এবং তাদের বয়স অবশ্যই ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। দেশটির হজপালন বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বলা হয়েছে , নির্ধারিত বয়সের মধ্যে যারা দীর্ঘ মেয়াদী রোগ মুক্ত রয়েছেন ও অবশ্যই করোনা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে থেকেই ৬০ হাজার জনকে হজ পালনের অনুমতি দেয়া হবে।

করোনা মাহামারির কারণে গেলবারও বিদেশ থেকে হজযাত্রী নেওয়া বন্ধ রাখার পাশাপাশি অভ্যন্তরীণ হজ পালনকারীর সর্বোচ্চ সংখ্যা বেঁধে দিয়েছিল সৌদি সরকার।

গত বছর হজ পালনের অনুমতি পেয়েছিলেন ১০ হাজারের মতো মানুষ। করোনা প্রাদুর্ভাবের আগে দেশটিতে প্রতিবছর হজ পালন করতেন প্রায় ২৫ লাখ মানুষ। যাদের ২০ লাখের বেশি বিদেশ থেকে যান।

Advertisement
Share.

Leave A Reply