fbpx

এবারের ঈদযাত্রায় সড়কে ঝরেছে ৩৯৮ প্রাণ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এবারের ঈদুল আযহায় ৩ থেকে ১৭ জুলাই পর্যন্ত সড়কে মোট ৩১৯ টি দুর্ঘটনায় মারা গেছেন ৩৯৮ জন। আহত  হয়েছে ৯৬০ জন। গতবারের চেয়ে এবার  ঈদুল আযহায় বেশি মৃত্যু হয়েছে বলে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

১৯ জুলাই (মঙ্গলবার) বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

সংগঠনটির মহাসচিব বলেন, গত ঈদুল আযহার তুলনায় সড়ক দুর্ঘটনা বেড়েছে ২৪ দশমিক ৭৬ শতাংশ এবং নিহত বেড়েছে ৩১ দশমিক ৪১ শতাংশ। এবারের ঈদে ১১৩টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১৩১ জন নিহত হয়েছেন, যা সড়ক দুর্ঘটনায় নিহতের ৩৫ দশমিক ৪২ শতাংশ।

এবারের ঈদে সবচেয়ে বেশি ভাড়া নৈরাজ্য হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩০০ টাকার ভাড়া যাত্রীদের দুই হাজার টাকা পর্যন্ত গুনতে হয়েছে। ঈদযাত্রায় রাজধানী থেকে এক কোটি ২০ লাখ এবং আন্তঃজেলায় যাতায়াত করেছে চার কোটি মানুষ। এ ছাড়া, বাসের পাশাপাশি সড়কে ছিল ২৫ লাখ মোটরসাইকেল ও ৪০ লাখ ইজিবাইক।

ঈদযাত্রায় চার ঘণ্টার যাত্রা ১৫ থেকে ২০ ঘণ্টা সময় লেগেছে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply