fbpx

এবার ঢাবিতে হাত পড়লো মধুদা’র ভাস্কর্যে

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

দেশের চলমান ভাস্কর্যবিরোধী আন্দোলনের মধ্যে এবার আক্রমণের শিকার হলো মধুদা’র ভাস্কর্য।

বুধবার (২ ডিসেম্বর) রাত পৌনে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে অবস্থিত ‘মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য’র একটি কান ভাঙা অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা ছাত্র আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত এ ভাস্কর্য ভেঙেছে তা এখন পর্যন্ত জানা যায়নি।

তবে খবরটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পরপরই রাত ৯টার দিকে মধুর ক্যান্টিনের কর্মচারীরা ভাস্কর্যের মেরামতের কাজ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন, ভাস্কর্যে আঘাতটি দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যমূলক – এ বিষয়ে এখন পর্যন্ত কোন তথ্য জানা যায়নি। তবে, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের দ্রুত খুজেঁ বের করার নির্দেশ দিয়েছেন তিনি।

Advertisement
Share.

Leave A Reply