fbpx

এবার নুহাশ হুমায়ূন এর চলচ্চিত্র কানের ‘মার্শে দ্যু ফিল্ম’ এ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কানের ৭৪তম আসরের বাণিজ্যিক বিভাগ ‘মার্শে দ্যু ফিল্ম’ এর জন্য নির্বাচিত হয়েছে নুহাশ হুমায়ূনের প্রথম চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’।

চলতি বছর ৬ থেকে ১৫ জুলাই অনুষ্ঠিতব্য ‘মার্শে দ্যু ফিল্ম’ এর একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ‘মুভিং বাংলাদেশ’।

গুপী বাঘা প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন আরিফুর রহমান ও বিজন ইমতিয়াজ।

প্রযোজক আরিফুর রহমান বলেন, মূলত কান ফিল্ম ফেস্টিভ্যালে বড় বড় ফিল্ম মার্কেট বসে। এমনই একটি ফিল্ম মার্কেট হচ্ছে ‘মার্শে দ্যু ফিল্ম’। প্রতি বছর বিভিন্ন দেশের পরিচালকেরা চাইলে এখানে তাদের ফিল্ম স্ক্রিনিং এর ব্যবস্থা করতে পারে অথবা ওরা নিজেরাই কিছু ফি্ল্মকে আমন্ত্রণ জানায়। এটা এক ধরনের ফিউচার মার্কেটিং করা।

তিনি আরও বলেন, ‘এই ফিল্মটি নির্বাচিত হয়েছে ফিল্ম বাজার ইন্ডিয়ার সৌজন্যে। গত বছর(২০২০) ফিল্ম বাজার ইন্ডিয়া থেকে বাংলাদেশের একটি প্রজেক্টই নির্বাচিত হয়, সেটা হচ্ছে ‘মুভিং বাংলাদেশ’। ওরাই মূলত কানের কাছে সুপারিশ করেছিল। কান তখন নির্বাচন করে ‘মুভিং বাংলাদেশ’ কে।’

সিনেমায় থাকবে ২০১৪-১৫ সালের বাংলাদেশ প্রেক্ষাপট। শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে এ বছরই। শেষ করা হবে ২০২২ এর মাঝামাঝিতে।

উল্লেখ্য, নুহাশ হুমায়ূন এর আগে চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’র ১১ পরিচালকের একজন ছিলেন।

Advertisement
Share.

Leave A Reply