fbpx

এবার স্মার্টফোনের সুবিধা নিয়ে চশমা আনছে শাওমি

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মানুষের জীবন। নিত্য নতুন প্রযুক্তি নিয়ে এই কোম্পানিগুলো হাজির হচ্ছে বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় এবার স্মার্টফোনের সুবিধা নিয়ে আসছে ‘স্মার্ট গ্লাস’ বা স্মার্ট চশমা।

বিশ্বের নামি দামি প্রতিষ্ঠান যেমন- অ্যাপল, স্যামসাংসহ বিভিন্ন কোম্পানি এই চশমা তৈরির গবেষণা চালাচ্ছে। আর চশমায় এআর প্রযুক্তিও ব্যবহার করা হচ্ছে। আর চীনা কোম্পানি শাওমি এই স্মার্ট গ্লাস তৈরির কাজ এরই মধ্যে শুরু করেছে।

জানা গেছে, এই চশমায় ছবি ও ভিডিও দেখা যাবে। আবার সেটি আলাদা করে সেইভ করে রাখতে পারবেন। এছাড়া ফোনের নোটিফিকেশনও দেখা যাবে। যার শুধু তাই নয়, এই চশমা দিয়ে হেডফোন ছাড়া গানও শুনতে পারবেন আপনি! আর এখানে সাউন্ড ও ভিজ্যুয়াল- এই দু’রকম সংকেত এই চশমার মাধ্যমে পাঠানো যাবে।

Advertisement
Share.

Leave A Reply