fbpx

এভ্রিলের আঙুল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

চিত্রা ছোটবেলা থেকেই পুরুষের আঙুলে আঙুলে বড় হয়েছে। তার জীবনে আসা প্রায় সব পুরুষরাই তার দিকে আঙুল তুলে তুলে তার জীবন দুর্বিষহ করে তুলেছিলো।

হাইওয়ে’তে কবীর লিফট চায় চিত্রার কাছে। গাড়িতে ঢুকে কবীর চিত্রার বডি পার্ট -এ টাচ করা শুরু করে। সাডেনলি চিত্রা ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে কবীরের আঙুল কেটে ফেলে। এবং ঘোষণা দেয় – ‘যতবার নারীর উপর পুরুষের আঙুল উঠবে , সেই আঙুল আমি কেটে ফেলবো’।

নির্মাতা ইভান মনোয়ার জানান, আঙুল শর্ট ফিল্মের গল্প’টা খানিকটা এমনই। চিত্রা চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এভ্রিল। চিত্রা অনেক চ্যালেঞ্জিং চরিত্র, আর চরিত্রটি ফুটিয়ে তুলতে এভ্রিল সর্বোচ্চ চেষ্টা করেছেন। কবীর চরিত্রে রিও ভালো করেছেন। রাইসা, শাহীন মৃধা খুব অনবদ্য অভিনয় করেছেন।

আঙুলের নির্মাতা ইভান বলেন, ‘পুরুষতান্ত্রিক এই সমাজ ব্যবস্থাকে চ্যালেঞ্জ করবে ‘আঙুল’ শর্ট ফিল্মটি। আমরা টানা ৪৮ ঘণ্টা ননস্টপ শুট করেছিলাম। কনটেন্টটি একটা নতুন বার্তা দেবে দর্শকদের।’

শর্ট ফিল্মটি প্রযোজনা করেছে আই থিয়েটার। আই থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও আই থিয়েটার এন্টারটেইনমেন্ট অ্যাপসে ঈদের দিন থেকে দেখা যাচ্ছে ‘আঙুল’।

Advertisement
Share.

Leave A Reply