fbpx

এশিয়ান আর্চারিতে জোড়া পদক জিতল বাংলাদেশ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নিজেদের ইতিহাসে এই প্রথম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ পদক জিতলো বাংলাদেশ। নাসরিন আক্তার, বিউটি রায় ও দিয়ার হাত ধরেই এই পদক এলো। রিকার্ভ মহিলা দলগত বিভাগে ব্রোঞ্জ জেতেন তারা। পরেই  একই পদক এসেছে রিকার্ভ পুরুষ দলগত বিভাগের হাত ধরেও।

১৭ নভেম্বর (বুধবার) আর্মি স্টেডিয়ামে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ভিয়েতনামের বিপক্ষে ৫-৩ ব্যবধানে জয় লাভ করেন দিয়া, নাসরিন ও বিউটি। সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছিলেন তারা।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে হেরেছেন মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা। তাদেরকে ২৩৫-২২৩ স্কোরে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে ভারত।

রুবেল ও দিয়া আগেই রিকার্ভ মিশ্র দ্বৈত ইভেন্টের ফাইনালে ওঠায় এশিয়ান আর্চারিতে অন্তত একটি পদক পাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল বাংলাদেশের। আগামী ১৯ নভেম্বর দক্ষিণ কোরিয়ার জুটির মুখোমুখি হবেন তারা।

Advertisement
Share.

Leave A Reply