fbpx

এশিয়ার শীর্ষ ধনী এখন চীনের ঝং শানশান

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় উঠে এসেছে চীনের ঝং শানশানের নাম। সম্পদের হিসাবে ভারতের মুকেশ আম্বানি ও চীনের জ্যাক মাকে পেছনে ফেলেছেন ৬৬ বছর বয়সী ঝং শানশান। এ বছর ঝংয়ের সম্পদ বেড়েছে ৭০০ কোটি মার্কিন ডলার। টিকা প্রস্তুতকারী ফার্ম ও বোতলজাত পানির ব্যবসা করে এই অবস্থানে আসেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ঝং শানশানের মোট সম্পদের পরিমাণ এখন ৭ হাজার ৭৮০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুযায়ী, ঝং এখন বিশ্বের ১১তম শীর্ষ ধনী। তিনি লোন উলফ নামেও পরিচিত।

ঝং তাঁর কর্মজীবনে সাংবাদিকতা, মাশরুমের চাষ এবং স্বাস্থ্যসেবা খাতে কাজ করেছেন।

গত এপ্রিলে বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল নামের একটি ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে চীনা স্টক মার্কেটে শেয়ার বাজারের তালিকায় নিয়ে আসেন। তিন মাস পর হংকংয়ের শেয়ার বাজারে আনেন নিজের বোতলজাত পানির প্রতিষ্ঠান নোংফু স্প্রিংকে।

হংকংয়ের শেয়ার বাজারে নোংফু স্প্রিং আসার পর এর শেয়ার বেড়েছে ১৫৫ শতাংশ। আর, বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যালের শেয়ার বেড়েছে দুই হাজার শতাংশের বেশি। বিশ্বে করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর একটি হলো বেইজিং ওয়ানটাই বায়োলজিক্যাল।

এমন নাটকীয় উত্থানের ফলে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী দ্রুততম সময়ে ধনী হওয়ার তালিকায় নাম লিখিয়েছেন ঝং শানশান।

Advertisement
Share.

Leave A Reply