fbpx

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম হার

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের দেয়া ৭১ রানের টার্গেট ১২.২ ওভারেই পেরিয়েছে পাকিস্তান। অপরাজিত ৩৬ রান করে ম্যাচসেরা হয়েছেন সিদরা আমিন।

৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার মুনিবা আলী এবং সিদরা আমিন। পাওয়ার প্লে শেষে বিনা উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪০ রান। ৭.৩ ওভারে দলীয় ৪৯ রানে আউট হন মুনিবা, সাজঘরে ফেরার আগে ১৯ বলে ১৪ রান করেন। এরপর অধিনায়ক বিসমাহ মাহরুফকে সঙ্গে নিয়ে ১২.২ ওভারে দলকে জয়ের বন্দরে নিয়ে যান সিদরা। ১০২.৮৫ স্ট্রাইক রেটে ৪টি চারের সাহায্যে ৩৫ বলে এই ওপেনার করেন অপরাজিত ৩৬ রান। ২০ বলে বিসমাহ অপরাজিত থাকেন ১২ রানে। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে একমাত্র উইকেট পেয়েছেন সালমা খাতুন।

এশিয়া কাপে বাংলাদেশের প্রথম হার
৩ ওভারে ১১ রান খরচায় ডিয়ানা নিয়েছেন ২ উইকেট

এর আগে, শুরুতেই টস হেরে ব্যাটিং বিপর্যয়েই পড়ে বাংলাদেশ। বাংলাদেশ পাওয়ার প্লে শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ১২ রান তোলে। লতা মন্ডল এবং নিগার সুলতানা দায়িত্ব নিয়ে কিছুক্ষণ ক্রিজে থাকলেও ইনিংস বড় করতে পারেনি, ১০ ওভার শেষে ২৭ রানেই চলে যায় ৪ উইকেট। নিগার সুলতানা অনেকটা সময় পিচে থাকলেও শেষ পর্যন্ত পাকিস্তানি বোলারদের বুদ্দিমত্তায় লেগ বাইয়ের ফাঁদে আউট হন ১৪তম ওভারে, ৩০ বলে করেন ১৭ রান।

দলের যখন এমন অবস্থায় সালমা খাতুন এসে একপাশ আগলে রেখে দলীয় সংগ্রহ নিয়ে যান ৭০ রানে, ২৯ বলে দলীয় সর্বোচ্চ ২৪ রান করে অপরাজিত থাকেন। পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ডিয়ানা এবং দিয়া দার।

Advertisement
Share.

Leave A Reply