fbpx

এসএটিভি চালু, চ্যানেল নাইন সম্প্রচারে আসতে পারে রবিবার  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বকেয়া পরিশোধের পর বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভি চালু হলেও বন্ধ আছে চ্যানেল নাইন। আগামী রবিবার (২৩ মে) চ্যানেল নাইন চালু হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ শুক্রবার গণমাধ্যমকে বলেন, ‘এসএ টিভি বকেয়া পরিশোধ করেছে। এতক্ষণে চ্যানেলটি চালুও হয়ে গেছে। আর চ্যানেল নাইন রবিবার বকেয়া পরিশোধ করবে। সে দিনই চ্যানেলটি চালু হবে।’

প্রসঙ্গত, বিশ্বের ৫৭তম দেশ হিসেবে ২০১৮ সালের ১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১) মহাকাশে উৎক্ষেপণের মাধ্যমে স্যাটেলাইটের যুগে প্রবেশ করে। এতে বাংলাদেশের ব্যয় হয় ২ হাজার ৯০২ কোটি টাকা। দেশে এখন সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩৫টি টিভি চ্যানেল আছে। যার সবগুলোই বিএস-১–এর মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে।

তবে স্যাটেলাইটের ভাড়া বকেয়া থাকায় বৃহস্পতিবার (২০ মে) থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভি ও চ্যানেল নাইন সম্প্রচার বন্ধ করে দেয় বিসিএসসিএল।

Advertisement
Share.

Leave A Reply