fbpx

এসএটিভি-চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

বকেয়া বিল পরিশোধ না করায় দুইটি বেসরকারি টিভি চ্যানেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

এসএটিভি ও চ্যানেল নাইন বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সেবা নিলেও তাদের বকেয়া বিল পরিশোধ করেনি বলে এ দুটি গণমাধ্যমের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।

বিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, কয়েকবার তাগাদা দেওয়ার পরও এসএটিভি ও চ্যানেল নাইন কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ না করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতেই তাদের স্যাটেলাইট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বকেয়া বিল আদায়ে কোম্পানি এখন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

তবে তাদের ঠিক কত টাকা বাকি আছে, সে সম্পর্কে কিছু জানায়নি বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

শাহজাহান মাহমুদ বলেন, এরই মধ্যে এসএটিভি বকেয়া বিল পরিশোধ করার উদ্যোগে নিয়েছে এবং চ্যানেল নাইনও দ্রুত বিল পরিশোধ করবে বলে জানিয়েছে। সেটা হলে শুক্রবারের মধ্যে এসএটিভি সম্প্রচারে ফিরবে। বিল পরিশোধ করার পরপরই চ্যানেল নাইনের সম্প্রচার সংযোগ দেওয়া হবে বলেও জানান তিনি।

Advertisement
Share.

Leave A Reply