fbpx

এসএম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী উদযাপন

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

নড়াইলে উদযাপিত হলো বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৭তম জন্মবার্ষিকী। জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের উদ্যেগে আজ ১০ আগস্ট (মঙ্গলবার) শিল্পীর সমাধিতে পুস্পস্তবক অর্পণ, স্মৃতিচারণ, মাজার জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় নড়াইলের জেলা প্রশাসন,  এসএম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালা, সম্মিলিত সাংস্কৃতিক জোট, মূর্ছনা সঙ্গীত একাডেমিসহ সরকারি ও বে-সরকারি বিভিন্ন সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকাল ৯টায় চিত্রশিল্পী সুলতানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর চিরকুমার, অসাম্প্রদায়িক এ শিল্পী দীর্ঘদিন শ্বাসকষ্টে ভোগার পর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। নড়াইলের নিজ বাড়ির আঙ্গিনায় তাকে সমাহিত করা হয়।

Advertisement
Share.

Leave A Reply