fbpx

এসএসসি পরীক্ষা এবার দুই শিফটে, ফলাফল ১ মাসের মধ্যে!

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

কাল রবিবার (১৪ নভেম্বর) থেকে শুরু হতে যাওয়া এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা সকাল-বিকাল দুই শিফটে অনুষ্ঠিত হবে। যা শেষ হবে আগামী ২৩ নভেম্বর। আর এই পরীক্ষা শেষ হওয়ার এক মাস অর্থাৎ ৩০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে চলতে এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের একই সময়ে পরীক্ষা না নিয়ে আলাদা আলাদা সময়ে তা অনুষ্ঠিত হবে। এমনকি, এবার পরীক্ষার সময় ও নম্বরও কমিয়ে আনা হয়েছে।

এদিকে, সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যেন পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখা হয়।

এছাড়া পরীক্ষা সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, আগামী ১৪ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সাধারণ বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ১৪ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাদরাসা ও ভোকেশনালের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড তাদের নির্ধারিত কেন্দ্রগুলোর সাথে সার্বক্ষণিক অনলাইনে যোগাযোগ রক্ষা এবং তথ্য আদান প্রদান করবে।

Advertisement
Share.

Leave A Reply