fbpx

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা  

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

আগামী ১৪ নভেম্বর (রবিবার) থেকে শুরু হচ্ছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এই পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

যেখানে বলা হয়, ‘এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা রবিবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেখানে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগামী রবিবার থেকে পরীক্ষা চলার পুরো সময়ে এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

এবছর এসএসসি পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। তবে শুধু নৈর্বাচনিক বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।অন্যান্য আবশ্যিক বিষয়ে আগের পাবলিক পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এ ছাড়া চতুর্থ বিষয়েরও পরীক্ষা নেওয়া হবে না।

নির্ধারিত দিনে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং দুপুর ২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা হবে।

Advertisement
Share.

Leave A Reply