fbpx

এ বছরই খুলতে পারে বঙ্গবন্ধু টানেল

Pinterest LinkedIn Tumblr +
Advertisement

পদ্মা সেতুর পর এবার খুলছে আরেক মেগা প্রকল্প ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’। চট্টগ্রাম কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে এই মেগা প্রকল্পের কাজ শেষ হচ্ছে এ বছরই। আগামী ডিসেম্বরই টানেলটি যান চলাচলের জন্য উম্মুক্ত করা হতে পারে। প্রকল্প পরিচালক হারুনুর রশিদ চৌধুরী গণমাধ্যমকে এই খবর নিশ্চিত করেছেন।

হারুনুর রশিদ বলেন, ‘মূল টানেল এবং অ্যাপ্রোচ সড়কসহ সবমিলিয়ে কাজের অগ্রগতি ৮৬ শতাংশ। আমরা শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার চেষ্টা করছি।’

এটিই বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার নদীর তলদেশে নির্মিত প্রথম রোড টানেল। ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে এটি নির্মিত হচ্ছে। সরকারের আশা, সুরঙ্গ পথটি এ বছর শেষ নাগাদই যান চলাচলের জন্য খুলে দেয়া যাবে।

টানেলটি খুলে দেয়া হলে চট্টগ্রাম শহরের সাথে আনোয়ারা, বাঁশখালী ,পটিয়া ও চন্দনাইশসহ দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। আনোয়ার থেকে সড়কপথে বিমানবন্দরে যেতে যেখানে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগে, সেখানে টানেল দিয়ে লাগবে মাত্র ৩০ মিনিট।

Advertisement
Share.

Leave A Reply